নওগাঁয় মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে মুসল্লিদের উপর হামলার অভিযোগ, মানববন্ধন

শামীনূর রহমান,নওগাঁ: নওগাঁ শহরের পার-নওগাঁ দক্ষিণপাড়া মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের চার মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ – বগুড়া মহাসড়কে মানবন্ধন কর্র্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার এশার নামাজের পর হামলার এই ঘটনায় চারজন গুরুত্বর আহত হন। আহতরা হলেন, পার-নওগাঁ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ (৪৮), বাচ্চু শেখ (৫৫), আরিফ দেওয়ান (২৫) ও আনছার মোল্লাকে (৪০)। আহতদের মধ্যে ছুরিকাঘাতে আহত মামনুর রশিদের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বাচ্চু শেখও একই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আজ সকালে আহত মামুনুর রশিদের ভাতিজা রিপন হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। অভিযোগ পাওয়ার পর শনিবার বিকেলে

আমিরুল ইসলাম পশারী (লেবু) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

শনিবার বিকেলে আসর নামাজ পর পার-নওগাঁ দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন নওগাঁ-সান্তাহার সড়কের ঢাকা বাসস্টান্ড এলাকায় মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পার-নওগাঁ দক্ষিণপাড়া মসজিদের শতাধিক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে মসজিদের মুসল্লি রিপন হোসেন, মোজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আশরাফুল দেওয়ান, মোস্তাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তিন বছর আগে পার-নওগাঁ দক্ষিণপাড়া জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। তখন থেকে মসজিদের জমি নিয়ে পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার আবুল পশারী ও তাঁর ছেলেদের সঙ্গে মসজিদ কমিটির বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজ শেষে মসজিদের কয়েকজন মুসল্লি মসজিদের সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় আবুল পশারীর ছেলে টিপু পশারী মসজিদ কমিটির সদস্যদের উদ্দেশ্য করে উসকানিমূলক কথা বলা শুরু করে। এ নিয়ে মসজিদের মসজিদের মুসল্লিদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে টিপু পশারী, তাঁর ভাই হারুন অর রশিদ পশারী, আমিরুল ইসলাম পশারী, দেলোয়ার হোসেন পশারী ও জিল্লুর পশারী এবং বাবা আবুল পশারী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মসজিদের চার মুসল্লি গুরুত্বর আহত হন। হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম বলেন, মসজিদের মুসল্লিদের ওপর হামলায় ঘটনায় শনিবার সকালে আহত মামুনুর রশিদের ভাতিজা রিপন হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগে টিপু পশারী, তাঁর আরও চার ভাই ও বাবাকে বিবাদী করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর শনিবার বিকেলে দেলোয়ার হোসেন পশারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন...