নওগাঁয় সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

পিবিএ,নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হরিরামপুর এলাকায় নওগাঁ-বদলগাছী রোডে শনিবার সকাল সারে ৯ টার সময় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় সোহাগ (৩৫) নামক এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত সোহাগ উপজেলার কীর্তিপুর ইউনিয়নের নামাতিথা গ্রামের হারুনের ছেলে। এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওর্দী হোসেন পিবিএকে বলেন, শনিবার সকালে নওগাঁ-বদলগাছী রোডে হরিরামপুর এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক পিছন থেকে মটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে দর্ঘটনা স্থলেই মারাযান সোহাগ নামক যুবক। ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি
পিবিএ/ইউনুস আলী ফাইম/এএম

আরও পড়ুন...