নওগাঁ সাপাহারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

পিবিএ,নওগাঁ: নওগাঁর সাপাহারে এক বিশেষ অভিযানে ৩শ’ পিস ইয়াবা ট্যালেটসহ খাইরুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে মামলা দায়ের পুর্বক তাকে জেল হাজতে প্রেরণ করাহয়েছে।

জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ফারুক নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে খাইরুল ইসলাম (২২) নামে এক জনকে ৩শ’ পিস ইয়াবা ট্যালেটসহ আটক করা হয়।

আটক খাইরুল উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের কোলমাজনের ছেলে। এসময় অপর আরো একজন মদক ব্যবসায়ী (তার সহযোগী) চৌমুহনী এলাকার ভুট্টুর ছেলে আসাদুল (৩০) পালিয়ে যেতে সক্ষম হন। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, আটককৃত খাইরুল এবং পালাতক আসাদুলের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সাপাহার থানাকে মাদক মুক্ত করতে থানা পুলিশের বিশেষ এ অভিযান অব্যহত থাকবে।

পিবিএ/ইউনুস আলী ফাইম/বিএইচ

আরও পড়ুন...