নগদ টাকা সহ ১০ কেজি করে চাল পাবেন সিরাজগঞ্জেরে নিম্ন আয়ের মানুষ

পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা সংক্রমণ ভাইরাসে সবচেয়ে দুর্ভোগে পরেছে নিন্মের আয়ের মানুষ। এই অঘোষিত লকডাউনের ফলে যারা কর্ম করে দিন আনে দিন খায়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে কাজ না থাকা নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ কেজি করে চাল ও নগদ টাকা বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য ৪৫০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা মন্ত্রণালয় থেকে বরাদ্দ এসেছে। আজকে প্রথম পর্যায়ে ৯টি উপজেলায় ১৯৫ মেট্টিক টন চাল ও ৪ লাখ টাকা বরাদ্দ করা হলো। আমরা আগেই জনপ্রতিনিধিদের ভাসমান চা-স্টল, রিকশাচালক ও দিনমজুরদের তালিকা করার জন্য বলেছিলাম। ওই তালিকা মোতাবেক এসব চাল ও টাকা বিতরণ করা হবে।

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ জানান, রোববার থেকেই নিম্ন আয়ের মানুষগুলোর মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া শুরু হবে। এ পরিস্থিতিতে যাদের কাজ নেই তাদের প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল ও নগদ টাকা দেওয়া হবে।
পিবিএ/সোহাগ লুৎফুল কবির/এএম

আরও পড়ুন...