পিবিএ,জাককানইবি: পবিত্র ঈদ-উল আযহা, জাতীয় শোক দিবস, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ১৮ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।
আজ ৭ আগষ্ট (বুধবার) থেকে ২৪ আগষ্ট (শনিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, পবিত্র ঈদ-উল আযহা, জাতীয় শোক দিবস, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয় আগামী ৭ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আরিফুল হক মিঠু জানান, অনেক দিন পর বাসায় যাচ্ছি। ক্যাম্পাস বন্ধের কারণে হলও বন্ধ হয়ে যাবে। তাই আজকেই বাসায় চলে যাচ্ছি। তবে হল খোলার সাথে সাথে খুব দ্রুত ক্যাম্পাসে ফিরে আসবো।
পিবিএ/আশিক আরেফীন/ইকে