নরসিংদীতে তালিকাভূক্ত ডাকাত গ্রেফতার

পিবিএ,নরসিংদী: নরসিংদী মডেল থানার এসআই নঈমুল ইসলাম মোস্তাক, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামানের নেতৃত্বে নরসিংদী মডেল থানাধীন দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া জেলার তালিকাভূক্ত ডাকাত ও সন্ত্রাসী (১) মোঃ ইলিয়াছ মিয়া ওরফ ডাকু ইলিয়াছ(৪৩), (২) মোঃ ইমরান হোসেন (২৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় আসামী ইলিয়াছের দখল হতে ০৫ (পাঁচ) রাউন্ড কার্তুজ লোডকৃত একটি রিভলবার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ইমরানের দখল হতে একটি ধারালো চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। মোট ইয়াবা উদ্ধার ৫০ পিস।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে ইতোপূর্বে একাধিক করে ডাকাতি,অস্ত্র,মাদক মামলা আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত আলাদা আলাদা দুটি নিয়মিত মামলা রজু হয়েছে।

পিবিএ/সাইফুল ইসলাম রুদ্র/এমআর

আরও পড়ুন...