পিবিএ,নরসিংদী: নরসিংদীতে মেঘনা নদীতে গোসল করতে নেমে শিকদার মাহমুদ মিহাদ (২৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে দিকে সদর উপজেলা মাধবদীর নাম খিলগাঁও বউত্তাদি নামক এলাকায় মেঘনা নদীতে এই ঘটনাটি ঘটে। নদীতে শনিবার (৩ আগস্ট) বিকাল পর্যন্ত অনেক খোঁজা খুঁজি করেও কোন সন্ধ্যান দিতে পারেনি ড্বুরীর দল।
মিহাদ নরিসংদীতে কর্মরত সরড় ও জনপদ বিভাগে কর্মকর্তা শিকদার মো: মিলন এর ছেলে। তাদের গ্রামের বাড়ী বরিশাল বিভাগের উজিরপুর থানার জয়শ্রী গ্রামে বলে জানান মাধবদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান। নিখোঁজ মিহাদ শুক্রবার বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে যায়। পরে সন্ধ্যায় বাড়ী না ফিরলে তার বন্ধুরা এ তথ্য জানান। মিহাদ শিবপুর আব্দুল মান্নান ভূইয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। তার পরিবার সহ মাধবদী সিএমবিতে বসবাস করে আসছে।
পিবিএ/খন্দকার শাহিন/বিএইচ