নাগেশ্বরী পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

পিবিএ,কুড়িগ্রাম: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আদায় করা রাজস্ব খাতের অর্থ সরকারি কোষাগারে জমা করেননি। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় পৌর মেয়রের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৪ মার্চ) নাগেশ্বরী থানায় মামলা দায়ের করে দুদক।

মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার ওসি জাকির-উল ইসলাম জানান, এ বিষয়ে দুদক তার নিজস্ব পদ্ধতিতে তদন্ত প্রক্রিয়াসহ অন্য আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বলেন, প্রাথমিক তদন্তে আমরা নাগেশ্বরী পৌর মেয়রের বিরুদ্ধে ১৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছি। তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে।

মেয়র আব্দুর রহমান মিয়াকে গ্রেফতারে শিগগিরই অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এ ব্যাপারে জানতে নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান মিয়ার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

পিবিএ/এমইবি/এমএসএম

আরও পড়ুন...