নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

পিবিএ, নাটোর : নাটোরের গুরুদাসপুরে বন্যার পানিতে ডুবে শিশু এ্যানি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু মনির ডোহর মহল্লার মো.এনামুল হকের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারাবারিষা এলাকায় বন্যার পানি এসেছে। মৃত শিশুর বাড়ির পাশেই বিল। শুক্রবার ৬টার দিকে শিশুটি পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে বিলের পাশ দিয়ে আসতে থাকা পাট শ্রমিকরা শিশুটির দেহ পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার করে। পরে আশপাশের লোকজন এসে শিশুটির পরিচয় নিশ্চিত করেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন বলেন, অভিভাবকদের সজাগ থাকতে হবে। কোনোভাবেই শিশু সন্তানদের বাড়িতে একা রেখে কোথাও যাওয়া যাবে না। আপনারা সকলেই নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখুন। এমনকি পরিবারের সকল সদস্যদের সব সময় সচেতন থাকতে হবে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...