পিবিএ,নাটোর: করোনা ভাইরাস মোকাবেলায় কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।
রবিবার রাতে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের পিঞ্জিপাড়া আশ্রয়ণপ্রকল্পে বসবাস করা নিম্ন আয়ের মানুষদের মাঝে তিনি খাদ্য সামগ্রী পৌছে দেন। এসময় আশ্রয়ণপ্রকল্পে বসবাস করা ৩০টি পরিবারের মাঝে ১০কেজি চাল, ১কেজি ডাল,১লিটার তেল এবং সাবান ১টা। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো: আলাউদ্দিন, সহকারী কমিশনার আবু হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ওমর খৈয়ম সহ গণমাধ্যম কর্মীরা।
পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এএম