পিবিএ,নাটোর: নাটোরের ধরাইল গ্রামে পঞ্চম শ্রেণির এক শিশু ধর্ষণের আসামী শাহজাহান আলীর ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী। মানববন্ধন শেষে অভিযুক্ত শাজাহান আলীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় এলাকার বিক্ষুব্ধ নারীরা শহাজানের কুশ পুত্তলিকায় জুতা পেটা করে।

মঙ্গলবার সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল গ্রামে এলাকাবাসা এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নইমুদ্দিন মোল্লা, অবসারপ্রাপ্ত শিক্ষক কোরান মাঝি, নসিমন সমিতির সভাপতি ফরহাদ হোসেন, তোফাজ্জল হোসেন স্মৃতি গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শরিফ আহম্মেদ, ব্যবসায়ী মাসুদ আহমেদ প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ করেন, ধর্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তার লোকজন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারী শিশুকন্যাকে নানীর কাছে রেখে শিশুটির মা ও বাবা রাজশাহীর বাঘায় ওরশ শরীফে যান । ওই রাতে শোবার ঘরে ঢুকে মুখ চেপে ধরে নানীর পাশ থেকে শিশুটিকে পাশের ঘরে এনে ধর্ষণ করে আসামী শাহজাহান আলী।
পিবিএ/এআই/আরআই