পিবিএ,নাটোর: নাটোরের বড়াইগ্রামে বিদেশি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে র্্যাব ৫ এর একটি দল অভিযান চালিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাও ইউনিয়নের হাদিস মোড় এলাকা থেকে রাশেদুল ইসলাম প্রিন্স (৩২) ও বেল্লাল ভূঁইয়া (২৭) নামক দুই যুবককে দেশী রিভলবার সহ আটক করেছে।
রাশিদুল হাদিস মোড় এলাকার রফিকুল ইসলাম ওরফে রফিক ক্বারী ও বেল্লাল ভূঁইয়া আতিকুর ভূঁইয়ার ছেলে। র্যাব এর এসআই মাহমুদুল্লাহ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় ও রাশিদুল কাটক করা হয়। পরেে সহযোগী বেল্লাল কে আটক করতে গেলে সে পুকুরে ঝাপ দেয়।র্্যাব সদস্যরা কয়েকজন পুকুরে ঝাপ দিয়ে তাকে আটক করে ও এই অস্ত্র উদ্ধার করে।
মোঃ রাশেদুল ইসলাম