৩১ বার তোপধ্বনির মাধ্যমে মোংলায় বিজয় দিবস পালিত

মোঃ নূর আলম, পিবিএ, মোংলা : মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, আওয়ামীলী, বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়।

কর্মসুচির মধ্যে ছিলো ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্যারেড ও কুঁচকাওয়াজ পরিদর্শন, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, হাসপাতাল-এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। উপজেলা প্রশাসনের কর্মসুচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান।

কর্মসুচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল, সহকারি কমিশনার ভূমি নয়ন কুমার রাজবংশী, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বাগেরহাট জেলা পরিষদ সদস্য সেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার।

অন্যদিকে বিজয় দিবস উপলক্ষে সোমবার দুপুর থেকে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

পিবিএ/এনএ/জেডআই

আরও পড়ুন...