নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যুবার্ষিকী ‘রোকেয়া দিবসে’ তার জন্মস্থান স্মৃতিবিজড়িত পায়রাবন্দের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান এমপি, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও নারী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সোমবার, ০৯ ডিসেম্বর। ছবি : পিবিএ