নিম্মবিত্ত পরিবারে কাঁচাবাজার করে দিলেন যুবলীগ নেতা

পিবিএ,লক্ষ্মীপুর: করোনাভাইরাসের কারণে থমকে গেছেসারা বিশ্ব। বাদ যায়নি বাংলাদেশেও। যার প্রভাবেলক্ষ্মীপুরে চলছে লকডাউন। আর সেই কারণেবিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। অসহায় ওঅসচ্ছল ও কর্মহীন পরিবারগুলো। খেটে-খাওয়া,দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষদের মাঝেমাহে রমজান উপলক্ষে পৌর শহরের উত্তর তেমুহনি,বিসিক শিল্প এলাকায়,ও বাস তার্মিনালের আশপাশের এলাকার গরীব,এতিম,অসহায় মানুষদের মাঝে সবজি মধ্যে,পুঁইশাক, কুমড়ো,লতি,কাঁচা মরিচ,টমেটো,বরবটি,করোলা ও পাঙ্গাস,তেলাপিয়া মাছ উপহার সামগ্রী এবংরমজানের শুভেচ্ছা পৌঁছে দিলেন লক্ষ্মীপুর সদর পূর্ব যুবলীগে ১ ম যুগ্ন আহবায়ক রুপম ।

রবিবার বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকার সময় পর্যন্ত লক্ষ্মীপুর পৌর এলাকায় প্রায় ৫০০ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে কাঁচা সবজি ও মাছ পৌঁছে দেন তিনি।

এছাড়াও তরুণ সদর পূর্ব যুবলীগের এ নেতা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসেরকর্মহীন ও সমাজের অসহায় মানুষদের মাঝেনিজস্ব অর্থায়নে এর আগেও খাদ্য সামগ্রী বাড়িবাড়ি গিয়ে পৌঁছে দেয়ার ধারা অব্যাহত রেখেছেন।

যুবলীগ নেতা ইউনুস হালাদার রুপম পিবিএকে বলেন,আমি আশা করি সমাজের সকল জনপ্রতিনিধিরা এগিয়ে আসবেন ।
পিবিএ/আলমগীর হোসেন/এএম

আরও পড়ুন...