পিবিএ,নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে জনাব আলী (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। কৃষক জনাব আলী গ্রামের মৃত- ফয়জুল হকের ছেলে।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, সকাল থেকে কৃষক জনাব আলী বাড়ির পাশে মাঠে জমিতে বীজতলা তৈরীর কাজ করছিলেন। দুপুরের দিকে আকাশে কালো মেঘে ছেয়ে যায়। পরে ঝড় বৃষ্টি শুরু হলে হঠাৎ করেই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পিবিএ/বাবুল আখতার রানা/এমআর