নীলফামারীতে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পিবিএ,নীলফামারী: নীলফামারীতে নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের কুচুকাটা ইউনিয়নে চারালকাটা নদীর বাজিতপুর গ্রাম থেকে ওই মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, সকালে ওই ঘাটে ২৮ থেকে ৩০ বছরের এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খালি গায়ে লুঙ্গি পরিহিত ওই লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন,‘ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে নদীর ¯্রােতে অন্য কোন এলাকা থেকে লাশটি ভেসে এসেছে। তার পরিচয় জানার জন্য আশপাশের থানায় খবর দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

পিবিএ/জাকির হোসেন/বিএইচ

আরও পড়ুন...