নীলফামারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

Lash uddar-PBA
পিবিএ ,নীলফামারী: নীলফামারীর ডোমার পৌর সভার চিকনমাটি উদয়ন পাড়া এলাকায় রশিদুল ইসলাম (৫২) নামের এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধর করা হয়েছে। সে ওই এলাকার মৃত নছিমুদ্দিন নান্দুর ছেলে। ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুড়ে তার নিজ বাড়ির বান্না ঘরের স্বর হতে গলায় কাপড় প্যাচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, সকালে রশিদুল ইসলাম ঘুম থেকে উঠে চারিদিকে ঘোরাঘুরি করে রান্না ঘরের ঢুকে ভিতর দিয়ে দরজা আটকে দেয়। পরিবারের লোকজন রান্না ঘরের দরজা ভিতর দিয়ে আটকানো দেখে জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

এরপর পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ততক্ষনে তার মৃত হয়েছে নিশ্চিত হলে লাশ না নামিয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান লাস উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ইকে/মো:জাকির হোসেন /ইকে

আরও পড়ুন...