নীলফামারীতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

পিবিএ,নীলফামারী: নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার দুপুরে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য নীলফামারী-৩ মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। এসময় এমপি পৌরসভায় ময়লা আবর্জনা পরিস্কারের জন্য একটি ট্রাকের চাবি পৌর মেয়র এর হাতে তুলে দেন।

জলঢাকা পৌরসভা সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার এবং জাইকার অর্থায়নে পৌরসভার জিরো পয়েন্ট থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়াল ঘেঁষে আউলিয়াখানা নদীতে ড্রেন সংযোগ ও রাস্তা নির্মাণ কাজে মোট ব্যয় ধরা হয়েছে চার কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার টাকা।

নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় এ কাজের সমাপ্তি ধরা হয়েছে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। খাইরুল কবির রানা ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি সম্পন্ন করবেন। এক কিলোমিটার রাস্তা ও এক হাজার ২০৯ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনের আগে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু,উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা,জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন,আওয়ামী লীগ পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ।

পিবিএ/আসাদুজ্জামান স্টালিন/বিএইচ

আরও পড়ুন...