নেত্রকোনায় শিশুর ছিন্ন মস্তক, তদন্তে নেমেছে পুলিশ

পিবিএ: নেত্রকোণায় গলা কেটে শিশুর মস্তক ছিন্ন করে নিয়ে যাওয়ার সময় এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে ।

আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে জেলার সদর উপজেলার পৌরসভাধীন নিউটাউন এলাকায় লোমহর্ষক এই ঘটনা ঘটে।
গনপিটুনিতে নিহত যুবক হচ্ছে- নেত্রকোণা পৌর শহরের কাটলি এলাকার একলাছ উদ্দিনের ছেলে রবিন (২২)। পেশায় রিক্সাচালক ।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিবিএ’র এই প্রতিবেদককে জানান, শিশুটির পরিচয় নিশ্চিত হয়েছে। শিশুটি নেত্রকোণা সদর উপজেলার আমতলা গ্রামের রিক্সাচালক রইছ উদ্দিনের ছেলে সজীব (৮)। রইছ উদ্দিন শহরের কাটলি এলাকার হিরণ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সুত্র জানায়, দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে শহরের কাটলি এলাকা থেকে ওই যুবক শিশুর ছিন্ন মস্তক নিয়ে দৌড়ে পালাচ্ছিল। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে যুবকের পিছু ধাওয়া করে । এক পর্যায়ে শহরের নিউটাউন এলাকায় যুবককে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই যুবক নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর ছিন্ন মস্তক ও যুবকের লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিবিএ’কে জানান, শিশুটিকে কোথায় হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। কতজন এই হত্যায় জড়িত তাও জানা যায়নি। কেন এই হত্যাকান্ড তা বের করতে পুলিশ তদন্তে নেমেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পিবিএ/পাপ্পু মজুমদার/টিআই

আরও পড়ুন...