পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে কর্তৃপক্ষের অবহেলায় একটি বেসরকারি হাসপাতালে সিজারের সময় নবজাতকসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল মালিকের ভাইসহ দু’জনকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বেসরকারি দি নিউ সেন্ট্রাল হাসপাতাল এ ঘটনা ঘটে।নিহত প্রসূতির নাম বিবি কুলসুম। তিনি উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ শ্রীপুর গ্রামের মো. রিপনের স্ত্রী।প্রসূতির পারিবারিক সূত্র জানায়, বুধবার বিবি কুলসুমের সিজারের তারিখ ছিল।
পরে বিকালের দিকে বাবা-মা তাকে স্থানীয় নিউ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। এক পর্যায়ে রাত ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রকার ডাক্তার ছাড়াই রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে সিজার অপারেশন করে। হঠাৎ রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের জানান তাদের রোগীর অবস্থা ভালো নয়, তাকে চট্টগ্রাম নিয়ে যেতে হবে। পরে একটি অ্যাম্বুলেন্স যোগে রোগীকে ফেনী পর্যন্ত নিয়ে একটি হাসপাতালে ভর্তি করালে সেখানকার চিকিৎসক জানান কুলসুম অনেক আগেই মারা গেছেন।স্বজনদের দাবি, কোনো প্রকার ডাক্তার ছাড়া সিজার করানোর কারণে অপারেশন থিয়েটারেই প্রসূতি ও তার গর্ভের সন্তান মারা যায়।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাসপাতাল থেকে দু’জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। সকালে নিহত কুলসুমের সুরতহালের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
পিবিএ/মোঃ ইব্রাহিম/বিএইচ