নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ৫

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ ইয়াবা সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার চরকাঁকড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযান কালে নুর নবীর একচালা টিনের ঘর থেকে মাদক ব্যবসায়ী উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ডুব্বালেদের বাড়ির নজরুল ইসলামের পুত্র মো. নাইম আশ্রাফ ইমন(২৪), নুর নবীর পুত্র মো.আবু সাইদ সায়েম (২১), নুরুল হুদার পুত্র মো. নাসিম উদ্দিন আরিফ (২৩), আবু নাছেরের পুত্র সরফুদ্দিন হৃদয় (২৪) ও ইসমাইল হোসেনের পুত্র মেহেরাজ হোসেন অপুকে(১৮) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পিবিএ/ইএনই/এমএসএম

আরও পড়ুন...