পিবিএ,নোয়াখালী: নোয়াখালী-ফেনী আ লিক সড়কের চৌমুহনী বাজারের সিঙ্গা রোড এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে চার শ্রমিক নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার( ২৮ জুলাই ) সকাল সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, সকালে ফেনী থেকে ১৯ জনের একটি গ্রুপ পিকআপ ভ্যানে করে নোয়াখালীর বাংলাবাজারে একটি নির্মানাধীন ভবনের ছাদ ঢালাই দেয়ার জন্য যাচ্ছিলো। গাড়িটি চৌমুহনী সিঙ্গার রোডে সামনে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত আরো ১৮ শ্রমিককে উদ্ধার করে পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে । তবে হাসপাতালে নেয়ার পথেই আরো ৩ শ্রমিকের মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, এখানে নয় জন চিকিৎসাধীন রয়েছে।
পিবিএ/ইয়াকুব নবী ইমন/বাখ