পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জননী সার্ভিসের একটি বাস খালে পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন যাত্রী। বুধবার সকাল ১০টার দিকে মুন্সির রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান বাসটি জেলার চৌমুহনী চৌরাস্তা থেকে চাটখিলের রামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুন্সির রাস্তার মাথা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ চালিয়ে তিনটি মরদেহ ও যাত্রীদের উদ্ধার।
এর মধ্যে আহত যাত্রীদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করা হলেও তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি আরো বলেন,বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। সম্পূর্ণ উদ্ধার হলে আর কোনো মরদেহ আছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
পিবিএ/ইএনই/আরআই