নড়াইলে কাল থেকে পুনরায় দোকান বন্ধ ঘোষণা

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিরাপদ দুরত্বসহ সরকারি নির্দেশ যথাযথভাবে না মানায় আগামীকাল শুক্রবার থেকে জেলার জরুরীসেবা ছাড়া সকল প্রকার দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদ উফতকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্য বিধী মেনে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করে সরকার প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষ দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার খোলার সিদ্ধান্ত নেয়া হয়। গত চারদিনে বাজার সরেজমি পরিদর্শনে দেখা যায় ক্রেতা-বিক্রেতা ৯০ভাই নিয়ম-নীতি মানছেন না।

তাই নড়াইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুর ঝুকির কথা বিবেচনা করে আগামীকাল ১৫ মে থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্তু দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার বন্ধ থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কাচাবাজার, কৃষিপণ্য ও ঐষধের দোকানসহ জরুরীসেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জেলা প্রশাসক প্রশাসক আজুমান আরা সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমূখ।

পিবিএ/শরিফুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...