নড়াইলে কৃষকের পাশে কৃষক লীগ

নড়াইল প্রতিনিধি: করোনার প্রাদুর্ভাবে কৃষি শ্রমিকের সংকট দেয়ায় নড়াইলে অসহায় গরীব কৃষকদের ধান কেটে দিচ্ছে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামের অসহায় কৃষক প্রিন্স মোল্যার ধান কেটে দেন জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা।

নড়াইল জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুর রহমান জানান, কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশে জেলা কৃষক লীগ নড়াইলের ৪টি থানা এলাকায় অসহায় কৃষকদের ধান কেটে দেয়ার জন্য কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসাবে ৪টি কমিটিও করা হয়েছে। কৃষক লীগের নেতাকর্মীরা পর্যায়ক্রমে অসহায় গরীব কৃষকদের ধান কেটে দিচ্ছেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানা কৃষকলীগ অহসায় কৃষকদের পাশে দাড়িয়ে ধান কেটে দিয়েছেন। আমাদের এ কার্যক্রম অব্যহত রয়েছে।

পিবিএ/শরিফুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...