নড়াইল প্রতিনিধি: “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে” এই শ্লোগানকে সামনে রেখে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো নড়াইল সদর উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে নড়াইল নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর অনুপ্রেরণায় ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগ।
নড়াইল সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের অসহায় কৃষক বুলবুল রহমানের ৩০ শতক জমির পাকা ধান কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দেয়। এসময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভূইয়া, সাধারন সম্পাদক সিদ্ধান্ত সিংহ পল্টুসহ দলীয় নেতা-কর্মিরা।
পিবিএ/শরিফুল ইসলাম/বিএইচ