পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে রবিবার(১৯ মে) সন্ধ্যায় বজ্রপাতে আতিয়ার ঢালী(৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আতিয়ার খুলনা জেলার কয়রা থানার ভান্ডারপুর গ্রামের দেলবার ঢালীর ছেলে।
নিহতের ভাগ্নে শামিম পিবিএ’কে জানান, তারা ৪/৫ জনে কোটাকোল ইউপির ঘাঘা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের অধীন মধুমতি নদীর তীরে ভাঙ্গন প্রতিরোধে সি সি ব্লক তৈরীর কাজ করছিলেন। রবিবার সন্ধ্যার পূর্বে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাসার দিকে রওনা হন। কিন্তু পথিমধ্যে বজ্রপাতে আতিয়ার ঢালী আক্রান্ত হন।
সহ কর্মিরা মারাত্বক অসুস্থ অবস্থায় আতিয়ার ঢালীকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য আনলে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ফাতেমা মেহজাবীন তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আসার অনেক আগেই আতিয়ারের মৃত্য হয়েছে
পিবিএ/এসআই/হক