পিবিএ,নড়াইল: নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি বুধবার নূর মোহাম্মদ নগরে বাড়িতে কোরআনখানি হয়েছে। দুপুরে শোভাযাত্রা সহকারে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভে গার্ড অব অনার প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা প্রশাসক, পুলিশ সুপার এর পক্ষ থেকে পু®পস্তবক অর্পণ করা হয়। এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আজিজুর রহমান ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এড.এস এ মতিন, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পুত্র মোস্তফা কামাল প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পিবিএ/শরিফুল ইসলাম/বিএইচ