পিবিএ,নড়াইল: নড়াইল-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সিটি ব্যাংকের সহযোগিতায় তার হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইল জেলার কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন। জেলার ৮শতাধিক অস্বচ্ছতা মোটর শ্রমিকদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে প্রায় ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়েছে।
এসব উপহার সামগ্রী নড়াইল জেলা বাস, মিনিবাস, মাইক্রো,কার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক সাদেক খান এবং নড়াইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাসেম মোল্যা ও সাধারণ সম্পাদক রউফ মোল্যার মাধ্যমে বিতরন করা হয়।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মর্তুজা সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে গাড়ি চালাতে না পারায় সংসার চালাতে কষ্টে থাকা জেলার ৪০০ জন বাস, মিনিবাস, মাইক্রো,কার শ্রমিক এবং ৪০০ জন ট্রাক শ্রমিক সর্বমোট ৮০০ জন শ্রমিককে জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি তেল, ৫০০ গ্রাম লবন , ১টি লাইফবয় সাবান উপহার সামগ্রী হিসাবে প্রদান করা হয়। এসকল উপহার সামগ্রী হস্তান্তর করেন সংসদ সদস্যের পিতা ও বিশিষ্ট সমাজসেবক গোলাম মর্তুজা স্বপন।
উপহার সামগ্রী পেয়ে লোহাগড়ার বাসিন্দা বাস শ্রমিক দুখু মিয়া জানান, করোনার কারণে বাস না চলায় পরিবারকে নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। এই দুর্দিনে আমাদের কথা মনে রেখে আমাদের জন্য উপহার পাঠানোয় এমপি সাহেবকে ধন্যবাদ।
ট্রাক শ্রমিক প্রভাত কুমার রায় বলেন, মাশরাফি নির্বাচন করবে শুনেই মনটার মধ্যে ভালো লাগছিল যে, এবার আমাদের নড়াইলে ভালো কিছু হবে। আর আজ সেই ভালো কাজগুলো নড়াইলে হচ্ছে দেখে নিজেরই খুশি লাগছে, আমাদের স্বপ্নগুলো আজ একে একে পূরণ হচ্ছে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, করোনা ভাইরাসে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়াারম্যান মাশরাফি বিন মর্তুজা’র ব্যক্তিগত অর্থায়নে এবং কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের সহযোগিতায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে জরুরী খাদ্য সহায়তা ও স্যানিটাইজ সামগ্রী বিতরণ করা হয়ছে। যে সমস্ত কর্পোরেট প্রতিষ্ঠান এই দুর্যোগে নড়াাইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইলবাসীর পাশে এসে দাডিয়েছে তাদের মধ্যে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স, অরিয়ন গ্রুপ, এসিই লিমিটেড, মিশন সেভ বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, প্রাণ বেভারেজ। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নড়াাইল জেলার প্রত্যন্তঞ্চলে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মধ্যে এই খাদ্যদ্রব্য ও সানিটাইজ সামগ্রী পৌঁছে দিয়েছে।
এ পর্যন্তু সিটি ব্যাংকের সহযোগিতায় এক হাজার ৫’শ টি, অরিয়ন গ্রুপের সহযোগিতায় এক হাজার টি, মিশন সেভ বাংলাদেশের সহযোগিতায় ৫’শ টি, এসিই লিমিটেড’র সহযোগিতায় ৭’শ টি, এসএসসি ব্যাচের সহযোগিতায় ৫’শ টি ও আইপিডিসি’র সহযোগিতায় ৫’শ টি পরিবারকে উপহার সামগ্রী প্রদান করেন সংসদ সদস্য মাশরাফির বিন মর্তুজার হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে।
উল্লেখ্য, মাশরাফি বিন মর্তুজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন জেলার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, শিক্ষক, সাংস্কৃতিক গোষ্ঠী, মৎস্যজীবী, প্রতিবন্ধী, হিজড়াসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।পিবিএ/শরিফুল ইসলাম /এএম