পিবিএ, ঢাকা : নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ড. মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক এম,আব্দুর রহিম।
এসময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক আরিফুর রহমান, হায়দার আরী দেওয়ান, সাজ্জাদ হোসেন টিপু, অনুর্দ্ধ-১৯ জাতীয় দলের খেলোয়াড় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র অভিষেক দাশ অরন্যসহ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
পিবিএ/ শরিফুল ইসলাম/এমকে