পিবিএ, ঢাকা : পুলিশের অনুমতি না পাওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পূর্বঘোষিত র্যালি করতে পারছে না বিএনপি।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি হওয়ার কথা ছিল। আজ সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। এ কারণে র্যালি বের করেনি বিএনপি।
এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার এনামুল হক বলেন, আজ ঢাকা শহরে অনেক যানজট। সরকারি অফিস আদালত খোলা। এরমধ্যে র্যালি করলে যান চলাচলে সমস্যা হবে। জনদুর্ভোগ হবে।
তিনি বলেন, যেহেতু বিএনপির র্যালি করার অনুমতি নেই তাই করতে দেয়া হবে না। তারপরও যদি করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, মানবাধিকার দিবসের মত দিনে পুলিশ র্যালির মতো শান্তিপূর্ণ কর্মসূচিও করতে দিচ্ছে না। দেশের গণতন্ত্র মানবাধিকারের চিত্র এটিই।
পিবিএ/জেডআই