পঞ্চগড়ে প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: চৌরঙ্গী মোড় থেকে জালাশি বাজার পর্যন্ত অটোরিকশা,ব্যাটারি চালিত রিক্সর চাপে শহরে সড়কের শৃঙ্খলা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পঞ্চগড়ে যোগদান করার পরই জেলা প্রশাসক মো:সাবেত আলী জেলা শহরের ছাত্র-জনতা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন পেশাজীবি সংগঠন ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

আধুনিক পঞ্চগড় শহর বিনির্মাণে নিয়েছেন নানামুখী উদ্যোগ। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চগড় জেলার সর্বস্তরের মানুষ। এরই ধারাবাহিকতায় সড়ক প্রশস্ত করণে ছুটছেন বিরামহীন। জেলা প্রশাসকের দৃশ্যমান কাজ দেখে এ জেলার মানুষজন করছেন প্রশংসা। পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র সড়কে দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার (৪ নভেম্বর) সকাল দশটা থেকে দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চলেছে। মূলত সড়ক প্রসস্তকরণ করে শহরকে যানজটমুক্ত এবং শোভা বর্ধণে জেলা প্রশাসনের এই উদ্যোগ। সকালে জেলা প্রশাসক মো. সাবেত আলীর নেতৃত্বে পঞ্চগড় বাজারের চৌরঙ্গি মোড় এলাকায় এই অভিযান শুরু হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল কাদের, সিনিয়র সহকারী কমিশনার মো. ইমরানুজ্জামানসহ ভূমি অফিসের কর্মচারী পৌরসভার কর্মচারীরসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল।

স্কেভেটর দিয়ে সরকারী জায়গায় বিভিন্ন স্থাপনা এবং স্থাপনার সামনের অংশ ভেঙ্গে দেওয়া। এর আগে অবৈধ দখলদারদের চুড়ান্ত নোটিশ দিয়ে ৩ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। জেলা প্রশাসক জানান একটি সুশৃংখল যানজটমুক্ত আধুনিক পঞ্চগড় শহর গড়ার লক্ষে চৌরঙ্গি মোড় থেকে বানিয়া পট্রি পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আশা করি সড়কটি প্রশস্ত হলে শহরটিতে যানজট কমে যাবে এবং শৃংখলা ফিরে আসবে।

আরও পড়ুন...