পঞ্চগড়ে অনূর্ধ্ব-১৬শিক্ষার্থীদের নিয়ে অ্যাথলেটিক্স মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অনূর্ধ্ব-১৬শিক্ষার্থীদের নিয়ে অ্যাথলেটিক্স মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় অনূর্ধ্ব-১৬ শিক্ষার্থীদের নিয়ে অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা ও মাসব্যাপী অ্যাথেলেটিক্স প্রশিক্ষণ বুধবার সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন বলেন, অ্যাথলেটরা উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ অ্যাথলেট হিসেবে গড়ে উঠবে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার সুনাম বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছেদুল কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। ১৭টি ইভেন্টে এই অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় সদর উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯১ জন ক্রীড়াবিদ থেকে বাছাই করে ৩০ জনকে মাসব্যাপী বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন...