ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল পঞ্চগড় জেলা শাখার আহাব্বানে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে শুক্রবার (৯ জুন) বিকেল ৪ ঘটিকায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করেছেন।
এসময় পৌর যুবদল,সদর থানা যুবদল ও পাঁচ উপজেলাসহ পঞ্চগড় জেলা যুবদলের অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ (রাসেল) ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।
বক্তারা বলেন আব্দুল মোনায়েম( মুন্না) সারা বাংলাদেশের যুবকদের আইকন আজ তার মুক্তিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করছেন। আজ মানুষ যখন রাস্তায় নেমে পড়েছে এই সরকার পাগল হয়ে গেছে।বিএনপি’র প্রত্যেকটি নেতাকর্মীর নামে মামলা ও রিমান্ডে নিচ্ছে। এদেশের জনগণ যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে। তাই সময় এসেছে ১ দফা দাবি নিয়ে রাস্তায় নামার।আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একদফা দাবি আন্দোলনের ডাক দিবেন তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আন্দোলন সংগ্রামে জেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করবেন।
তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামের জন্য আমরা প্রস্তুত রয়েছে। কেউ আমাদের আর ঠেকাতে পারবেনা। এসময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার নামে মুক্তি মুক্তি চাই বলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিএনপির দলীয় কার্যালয়।