পঞ্চগড়ে দুই বিএনপি নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শ্রমিকলীগ নেতা নুরুজ্জামানের দায়েরকৃত এক মামলায় পঞ্চগড় জেলা যুবদল সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাএদল সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান আদালতে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে এই দুই নেতাকে কারাগারে প্রেরণ করা হয়। গত দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের তফসিল ঘোষণার পড়ে মোটরসাইকেল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে নুরুজ্জামান বাদী হয়ে ৩৫ জন নামীয়সহ অজ্ঞাত ৭০/৮০ জনের নামে মামলা দায়ের করেন।হাজিরা দিতে গিয়ে যুবদল-ছাত্রদলের সভাপতি-সম্পাদককে কারাগারে প্রেরণ করে।

বুধবার (৩১ জানুয়ারী) বিকালে আমলী আদালত-১ এর আত্মসমর্পণ করতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ তথ্য নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এম এ আব্দুল বারি।

জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে যুবদল-ছাত্রদলের মশালমিছিল থেকে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।এতে শ্রমিক লীগের আট নেতা-কর্মী হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও আসামী পক্ষের আইনজীবি এম এ আব্দুল বারি জানান, ছাত্রদল, যুবদলের তিন নেতাকর্মীর জামিন আবেদন শুনানি শেষে বিচারক জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করে, দুজনের জামিন নাকচ করে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন...