পঞ্চগড়ে শহীদ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শহীদ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। রাত ১২-০১ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামসহ পুস্পস্তবক অপর্ণের পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগ,পঞ্চগড় জেলা বিএনপি, মুক্তিযোদ্ধাসহ সকল সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতিরকল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে পঞ্চগড় পৌরসভা বাংলা বর্ণমালা দিয়ে শহীদ মিনারসহ পুরো শেরে বাংলা পার্ক সাজানো হয়। জেলা কারাগারের অভ্যন্তরে ‘সংকল্প’ মুক্তমঞ্চে কারাবন্দীদের নিয়ে ভাষাভিত্তিক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে শহীদ মিনার চত্বরে জাতীয় কবিতা পরিষদ কবিতা আবৃতি, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।

এছাড়া দিবসটি উদযাপনে সূযোর্দয়ে সাথে সাথে জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলা শিল্পকলা একাৃডেমি ও শিশু একাডেমি কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও সন্ধায় সরকারি অডিটোরিয়ামে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন...