পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সীর হাটের পাশে ভাইয়ার দিঘী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাসের ৪ জন যাত্রী নিহত ও উভয় গাড়ীর ১৭ জন যাত্রী আহত হয়েছে। আহতের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। গুরুতর আহত এ তিনজনকে তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি)সকাল ৯’টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সৌদিয়া পরিবহনের একটি বাস (নং-০২-২৩৫) চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে আমিরাবাদ থেকে ছেড়ে আসা হাইয়েছ মাইক্রোবাসটিকে (চট্ট মেট্রো চ-১১-৪৯৫২) ওভারটেক করতে চাইলে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষিনক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে মাইক্রোবাসের চালক সাকিবকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তিনি সাতকানিয়ার নতুন হাট এলাকার ইছাক মিয়ার ছেলে বলে জানা যায়।
পিবিএ/এফএস