পিবিএ, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির আওতাভূক্ত কড়িয়া বিওপি এলাকা থেকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কড়িয়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি বিজিবি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/৫-এস হতে আনুমানিক ১.৫কি.মি বাংলাদেশের অভ্যন্তরে কড়িয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।