পথচারীদের মাঝে আ.লীগ নেত্রীর ইফতার সামগ্রী বিতরণ

উ‌লিপুর(কু‌ড়িগ্রাম)প্রতি‌নি‌ধি: কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে অসহায় পথচারী‌দের মা‌ঝে ইফতার সাম‌গ্রি বিতরণ কর‌ছেন আওয়ামী লীগ নে‌ত্রি ম‌তি শিউ‌লি। গত বৃহস্প‌তিবার ও শুক্রবার উপ‌জেলার বি‌ভিন্ন ‌রিক্সা-ভ‌্যান চালক, দিনমজুরসহ প্রায় ৩ শতা‌ধিক পথচারীর মা‌ঝে ইফতার সাম‌গ্রি বিতরণ ক‌রেন তি‌নি।

আজ শুক্রবার বি‌কে‌লে পৌর শহ‌রস্থ তার নিজ বাসার সাম‌নে ইফতার সাম‌গ্রি বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা যুব লী‌গের আহবায়ক জয়নাল আ‌বেদীন, স্বেচ্ছাসেবক লী‌গের আহবায়ক বাবু দেব, উপ‌জেলা ছাত্র লী‌গের সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম র‌ফিক প্রমূখ।

ম‌তি শিউ‌লি ব‌লেন, করোনাভাইরা‌সে নিন্ম আ‌য়ের মানুষজন কর্মহীন হ‌য়ে পড়‌ছেন। এসব মানুষের ইফতার কেনার সামর্থ‌্য না থাকায় তা‌দের জন‌্য আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। রমজানের বা‌কি‌ দিনগু‌লো পর্যন্ত প্রতি‌দিন একশ অসহা‌য়ের হা‌তে ইফতার সাম‌গ্রি তু‌লে দে‌বেন ব‌লেও জানান তি‌নি।

পিবিএ/রোকনুজ্জামান মানু/বিএইচ

আরও পড়ুন...