পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অপরাধে নড়াইলে এক যুবককে গ্রেফতার

পিবিএ,নড়াইল : পদ্মা সেতু নিয়ে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানোর অপরাধে নড়াইলে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পদ্মা সেতু নির্মান চলতি পথে বাধা পড়েছে তাই এক লক্ষ বা তার অধিক পরিমানের মানুষের মাথা প্রয়োজন, পদ্মা সেতু কাজ চালাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিদের্শে সারা বাংলাদেশে ৪২টি দল বের হয়েছে এই মাথা সংরক্ষনের জন্য” এমনই ভাবে নাজমুল হোসাইন নামে ফেসবুক আই ডি থেকে গুজব পোষ্ট করার অপরাধে নড়াইলে মোঃ নাজমুল হোসেন ওরফে বাবু (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬,জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পি পি এম বার তার সম্মেলন কক্ষে এ তথ্য প্রদান করেন। তিনি আরো বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে মর্মে একব্যক্তি নড়াইল সদর থানাধীন মহিষখোলা এলাকায় অপপ্রচার চালাচ্ছে ।

এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় জেল গেটের সামনে থেকে নাজমুলকে তার স্যামসং মোবাইল সহ আটক করা হয়। মোঃ নাজমুল হোসেন ওরফে বাবু সদর পৌরসভাধীন মহিষখোলা গ্রামের মৃত মোহর আলী সরদারের ছেলে। আইন শৃংখলা অবনতি ঘটানোর উদ্দেশ্যে রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন ও অপপ্রচার করায় আসামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিবিএ’কে জানান, ছেলে ধরা আর গলাকাটা নিয়ে যখন গ্রামের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

 

আরও পড়ুন...