পরিবারের ক্ষমতায়ন নিয়ে কাজ শুরু করলেন পুতুল

পিবিএ রিপোর্ট: বুধবার সন্ধ্যায় আর্মি গল্ফ গার্ডেনের পাম ভিউ রেস্টুরেন্টে পরিবারের ক্ষমতায়ন (Empowerment of Families) নিয়ে কাজ শুরু করলেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানসিক স্বাস্থ্যবিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি।

পরিবারের ক্ষমতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পেরুর ড. লিলিয়ানা মায়ো। সায়মা ওয়াজেদ হোসেনের উদ্যোগের নতুন এ প্রোগ্রামের সঙ্গে সূচনা ফাউন্ডেশন ছাড়াও রয়েছে সেন্ত্রো আন সুলিভান দেল পেরু, প্রয়াশ ইন্সটিটিউট।

পিবিএ/জেআই

আরও পড়ুন...