
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত ঘেঁষা পূর্ব উচনা গ্রামের “অসচ্ছল হত দরিদ্রের বন্ধু” নামের একটি স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে অসহায় হত দরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৪টায় উক্ত সংগঠনের আয়োজনে পূর্ব উচনা মধ্যপাড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উদ্যাক্তা অহিদুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রবিউল আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ সভাপতি আসমান আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আজাদ আলী প্রমুখ।
শেষে অত্র এলাকার প্রায় ১ শত অসচ্ছল হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র হিসাবে শীতের কম্বল বিতরণ করেন।