
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুষার আকন্দ (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পাঁচবিবি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক মাদক কারবারী উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
পরে আটক কৃত মাদক কারবারীকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করছেন।