পাঁচবিবিতে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে পানিতে ডুবে নুর হোসেন মন্ডল (৬৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন মন্ডল ঐ গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য কাওছার হোসেন জানান, নুর হোসেন মন্ডল ১০ বছর থেকে মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনার দিন রাত তিনটার দিকে সে বাড়ী থেকে বের হয়ে যায়। সকালে বাড়ীর অদূরে পুকুরে ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান ঘটনাটি নিশ্চিত করেন।

আরও পড়ুন...