
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রীর শেখ হাসিনার উপহার হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রায় ৫শত অসহায় শীতার্তদেন মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেরে পাঁচবিবি পৌরসভার আয়োজনে উপজেলার কদমতলী ঈদগাহ মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামিমা সুলতানা শীতল, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওহেদুল ইসলাম খোকন, ছাত্র নেতা সৈকত সহ এলাকার আরো অনেকে।