পাঁচবিবিতে ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাব- ৫ এর অভিযানে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। আটক মাদক কারবারী উপজেলার মালঞ্চা হঠাৎপাড়া গ্রামের মৃত মজনু মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে মালঞ্চা হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃত জাহাঙ্গীর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে হিলি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে মালঞ্চা হঠাৎপাড়া বাজারে তার নিজ মুদি দোকানে মজুদ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় তার দোকানে তল্লাশি চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করে।

র‌্যাব আরও জানায় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পরে আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন...