পাঁচবিবিতে বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
নছির উদ্দিন মন্ডল সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনা অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, নছির উদ্দিন মন্ডল সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও এমপি পত্নী মেহের নিগার শিউলি, বর্তমান প্রধান শিক্ষক আমান উদ্দিন মন্ডল, বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাতী ও পাঁচবিবি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক আব্দুল হালিম সাবু, শাহাজন আলী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

আরও পড়ুন...