পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় আহত ২

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল ও সাইকেল চালকের মুখোমুখী সংঘর্ষে ২ জন আহত হয়েছে। ১৪ই আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী মন্ডলপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি দল রাতেই তাদের উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের কৈকুড়ি গ্রামের জাহিদুল আলম বাবুর ছেলে মেহেদী হাসান পল্লব(২৪) ও পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের মৃত শমসের আলী ছেলে মনতাজ আলী (৬২)। আহত মেহেদী হাসানের অবস্থা সংকটাপূর্ণ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার রাতে মনতাজ আলী ধরঞ্জী বাজার থেকে সাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে সীমান্তের দিক থেকে মেহেদী হাসান দ্রুত্র বেগে মোটরসাইকেল নিয়ে আসার সময় ঐ স্থানে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুজনেই পাকা রাস্তায় ছিটকে পড়ে যায়। মেহেদী হাসান মাথায় আঘাত পাওয়ার কারণে মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন...