পাঁচবিবিতে ১শ ব্যক্তি ও পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): শীতক্লিষ্ট জন সাধারণসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১শ ব্যক্তি ও পরিবারের মাঝে জিআর প্রকল্পের ২০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে পাঁচবিবি পৌরসভার আয়োজনে পৌর চত্ত্বরে এসব চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পৌর প্যানেল চেয়ারম্যান মোশাইদ আল আমিন সাদ, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, মামুন ফকির সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...